
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে গত মঙ্গলবার ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (আসেসকো) এবং বিএমইউর মধ্যে একাডেমিক-টেকিনিকেল কোলাবরেশন শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকিৎসা সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, মেডিকেল শিক্ষার আধুনিকায়ন এবং গবেষণায় সম্ভাব্য যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, প্রফেসর ডা. রাহিল কামার, হেড অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টর, আইসেসকো, রাবাত, মরক্কো। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি