
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌপুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। সাত দিনব্যাপী নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,২৯,৭০,৭২০ মিটার অবৈধ জাল, ৩,৭০২ কেজি মাছ, ৩,০০০ পিস বাগদা রেণু পোনা, ৬০০ পিস গলদা রেণু পোনা, ৩৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৬৩৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। নৌপুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৮টি ড্রেজার জব্দ করা হয়। সাত দিনব্যাপী এই অভিযানে ২৩২ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ১৯টি মৎস্য আইন, ১৫টি বেপরোয়া গতি, ৮টি অপমৃত্যু, ৩টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৪৬টি মামলা করা হয় এবং ১৬টি লাশ উদ্ধার করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি