
চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে চীনের উচ্চপর্যায়ের এক কারিগরি প্রতিনিধি দল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ মি. শু ঝাওমিং।
বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এছাড়া পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, নদী গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য কারিগরি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। সফরের পাঁচ দিনে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানি সম্পদ সমস্যাবলির ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। তারা ঢাকার বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এলাকা, এবং খুলনার দাকোপ অঞ্চলের পোল্ডার ৩১ এলাকা পরিদর্শন করেন। এই সফর দুই দেশের মধ্যকার প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য এক নতুন দ্বার উন্মোচন করল।