
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন শিক্ষার্থীদের মধ্যে আজ শনিবার এক পারস্পরিক সংলাপ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই গত বছর ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন। গণসংযোগ কর্মকর্তা জানান, রোডম্যাপ বাস্তবায়নে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা, সেমিনার ও কর্মশালা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচারসেবা নিশ্চিত করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি