ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রথমবারের মতো ইউরোপে ‘হারনেস’ রপ্তানি

প্রথমবারের মতো ইউরোপে ‘হারনেস’ রপ্তানি

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্ট থেকে প্রথমবারের মতো রপ্তানি শুরু করলো সিঙ্গার বাংলাদেশ। যা দেশের অর্থনৈতিক অঞ্চলের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ-জাপান জিটুজি ভিত্তিক এই জোন থেকে প্রথম রপ্তানি কার্যক্রম শুরু উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং সিঙ্গার বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামীতে ৫টি দেশে পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে রোমানিয়া, তুরস্ক, স্লোভাকিয়া, পোল্যান্ড ও ইতালি। মূলত বেকোর উৎপাদন নেটওয়ার্কের আওতাভুক্ত ১৪টি বৈশ্বিক কারখানায় এই সব পণ্য সরবরাহ করা হবে। ২০২৬ সালের মধ্যে এই শিল্প প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত