ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

রংপুরে অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এক অনন্য অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। এতে অংশ নেন ৩৬ জুলাই আন্দোলনের অন্যতম অধ্যায় ‘জুলাই আন্দোলন’-এর সঙ্গে যুক্ত থাকা আহত যোদ্ধারা এবং তাদের মায়েরা, যাদের ত্যাগ ও সাহসিকতা স্মরণে আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘জুলাইয়ের মায়েরা’ আন্দোলনের সময়কার স্মৃতি, ত্যাগ, ভয়াবহতা ও সাহসিকতার বর্ণনা তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত