
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে ‘পারস্পরিক মতবিনিময় : সুপ্রিম কোর্ট এবং আইন শিক্ষার্থীদের মধ্যে সংলাপ’ শিরোনামে স্টুডেন্ট কনফারেন্স গতকাল অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চার জন করে শিক্ষার্থী নিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের পক্ষে জিআইজেড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। স্বাগত বক্তৃতা করেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। আর কনফারেন্সে সভাপতিত্ব করেন, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি