ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ কৃষি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। তিনি বলেন এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্য শিশুদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করা এবং জুলাই পুনর্জাগরণের চেতনাকে উপজীব্য করে তারুণ্যের উদ্যম এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় অংশগ্রহণের প্রতীক হিসেবে তুলে ধরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এই আয়োজনে সহযোগিতা করেন। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের তিন শতাধিক সন্তান তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত