ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকার বায়ুমানে উন্নতি

ঢাকার বায়ুমানে উন্নতি

ঢাকার বায়ুমানে সামান্য উন্নতি হয়েছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের গতকাল রোববার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৯, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের করা দূষিত বাতাসের শহরের তালিকায় গতকাল ঢাকার অবস্থান ছিল ২৩তম।

গত শনিবার ৯০ বায়ুমান নিয়ে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৭তম। গতকাল বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল উগান্ডার কাম্পালা। শহরটির বায়ুমান ছিল ১৭৫, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। এদিকে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা, সৌদি আরবের রিয়াদ ও পাকিস্তানের লাহোর। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭১, ১৬৪, ১৫৩ ও ১৫৩। বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।

বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বৈশ্বিক মানদ- অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ। বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত