ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের শিক্ষাসামগ্রী বিতরণ

কোস্ট গার্ডের শিক্ষাসামগ্রী বিতরণ

বাগেরহাটের মোংলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রোববার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে মোংলা উপজেলার জয়মনি এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আমরা নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আজ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।’ জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মনিরঘোল দারুস সুন্নাত স্বতন্ত্র এবতেদায়ি ও হাফিজিয়া মাদ্রাসার মোট ২০০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, স্কেল, পেনসিল, ইরেজার ও পেন্সিল কাটার বিতরণ করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত