ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবিতে রচনা লিখে পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী

ঢাবিতে রচনা লিখে পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে গত রোববার অনুষ্ঠিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান : আন্তঃহল মুক্ত গদ্য রচনা প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় হলভিত্তিক মোট ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সেখান থেকে ছাত্র ও ছাত্রী দুই ক্যাটাগরিতে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। স্বাগত বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ডিন, হল প্রভোস্ট-ওয়ার্ডেন, প্রক্টর, জুরি বোর্ডের সদস্য, শিক্ষক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। সঞ্চালনা করেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত