
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেমণ্ডওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. ইসমাইল হোসেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ও মো. রেজ্জাকুল হায়দার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি