
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট অ্যান্ড অনারারি) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং ঐ দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. মুঈন উদ্দীন। শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য রাখেন সাইফুল্লাহ, আবুল হাসানাত রাব্বী, সাকিব আল আমিন, মুজাহিদ ও রাকিব। দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আহসান উল্লাহ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি