ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পলিথিন রোধে রাজধানীতে র‌্যাবের অভিযান

পলিথিন রোধে রাজধানীতে র‌্যাবের অভিযান

দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনি পদক্ষেপ গ্রহণে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার রাজধানীর মিরপুর-১ কাঁচা বাজার ও গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে র‌্যাব সদস্যরা। এ সময় দোকানদার ও বাজারে আগত সাধারণ মানুষকে পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। র‌্যাব জানায়, ২০০২ সালে সরকার পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করলেও তা বাস্তবে এখনও পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হয়নি। অথচ পলিথিনের ব্যাপক ব্যবহার শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের ওপরও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। এ প্রসঙ্গে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, ‘পলিথিনের মতো ক্ষতিকর পণ্য ব্যবহারে দেশের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে। এই প্রবণতা রোধে জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।’ লিফলেট বিতরণকালে উপস্থিত র‌্যাব সদস্যরা দোকানিদের জানান, পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ (জুট ব্যাগ, কাপড়ের ব্যাগ, পেপার ব্যাগ ইত্যাদি) ব্যবহার করা প্রয়োজন। এছাড়া, পলিথিন ব্যবহার অব্যাহত রাখলে কী ধরনের আইনগত শাস্তির মুখোমুখি হতে হতে পারে সেই বিষয়ে সবাইকে অবগত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত