
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভ ‘জুলাই জাগরণী’ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমার জানামতে, ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থাপন করা হয়। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে উজ্জীবিত হয়ে ছাত্র-জনতা এক কাতারে সামিল হয়ে জুলাইয়ের গণআন্দোলনে আত্মোৎসর্গ করেছিলেন, তাদের চেতনাই আমাদের অনুপ্রেরণা। ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা ছিল একটি ঐতিহাসিক ঘটনা এবং অনিবার্য। জুলাই যোদ্ধাদের ঢেলে দেওয়া বুকের তাজা রক্তের ঋণ ও ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে আমরা এই ‘জুলাই জাগরণী’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সাহস, সততা ও আদর্শের পথে এগিয়ে যেতে পারে।’ অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি