
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আড়াইহাজার উপজেলার উজান গোপিন্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- গোপিন্দী এলাকার শাহজাহানের ছেলে জাবেদ (২২), ঝাউগড়া এলাকার ছাত্তারের ছেলে ছাব্বির (১৮), সোহেলের ছেলে সাইদুল (২০), মো. বাদল মিয়ার ছেলে সাইদুল ইসলাম জিহাদ (১৭), নুর মোহাম্মদের ছেলে মো. আরাফাত (১৮), ছোট বিনায়ের চর এলাকার হারুনের ছেলে আফসার (১৮), বড় বিনাইর চর এলাকার আবু তালেবের ছেলে জুনায়েদ (১৯), ঝাউগড়া এলাকার মানিকের ছেলে ফাহাদ (১৫), মহসিনের ছেলে তামীম (১৫), আবু দায়েনের ছেলে অনিক (১৮), শাহ আলমের ছেলে আব্দুল্লাহ (১৮)। জানা যায়, রাতে আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাইমের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের আটক করে পুলিশ।