
চট্টগ্রাম হতে ঢাকাগামী এমভি সাবিনাতুল মদিনা-২ নামক লাইটার জাহাজ চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় গত বুধবার নোঙ্গর করলে ৭ সদস্যের একটি চাঁদাবাজ দল লাইটার জাহাজে চাঁদা দাবি করে। বিষয়টি জাহাজের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল করে জানালে কোস্ট গার্ডের সহযোগিতা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি আভিযানিক দল অতি দ্রুত হাই স্পিড বোট যোগে জাহাজে পৌঁছায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আভিযানিক দল জাহাজের ক্রদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করে এবং টহলের মাধ্যমে উক্ত পথে চলাচলত জাহাজ সমূহের নিরাপত্তা প্রদান করে। গত বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি