ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনের ধাক্কায় নিহত এক

ট্রেনের ধাক্কায় নিহত এক

রাজধানীর মগবাজারের এসডিসি এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা রেলওয়ে থানার এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত