
প্রফেসর ড. মুহাম্মদ মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন এর অনুমোদনক্রমে গত ৩১ জুলাই স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের আলোকে তিনি এ পদে যোগদান করেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের হাতে যোগদান পত্র তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদে যোগদান করেন। যোগদানকালে ট্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান উপ-উপাচার্য পদে যোগদান করায় প্রফেসর ড. মো. মাসুম ইকবালকে স্বাগত ও অভিনন্দন জানান। প্রফেসর মাসুম ইকবাল ২০০১ সালে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটিতে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০০২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে প্রভাষক পদে যোগ দেন। দুই দশকেরও বেশি সময় ধরে একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে, তিনি বিভাগীয় প্রধান, সহযোগী ডিন এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশে ব্যবসায় শিক্ষার অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি