ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসেতুর নিচে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মো. জুয়েল রানা (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, রাকিব (২৫) ও মো. রবিন (২৭)।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, শনিবার ভোররাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে জুয়েল ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় রাকিব তার বিছানায় পা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রাকিবের ভগ্নিপতি রবিন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন রাকিব। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত