
দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণণা ও ফলাফল প্রকাশ করা হবে। বিশবিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম। এর আগে গত ১লা মে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চূড়ান্ত বিচার না হওয়ার কারণ দেখিয়ে পেছানো হয় নির্বাচনের দিন। সর্বশেষ গত ৩ আগস্ট বিচার সম্পন্ন করার পর আজ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। অধ্যাপক ড এ কে এম রাশিদুুল আলম জানান, জাকসু নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশিত হবে আগামী ১৭ আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও আচরণবিধি মতামত গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান জানান, আগামী ১৮ ও ১৯ আগস্টের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে হবে। ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। ২৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট ও ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিন থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। তিনি আরও জানান, হামলার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের জাকসুর ভোটার হওয়ার সুযোগ নেই।আমাদের প্রকাশিত ভোটার তালিকায় হামলায় জড়িতদের নাম থাকবে না।