ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দ্বিতীয় দফায় জাকসুর তফসিল ঘোষণা

দ্বিতীয় দফায় জাকসুর তফসিল ঘোষণা

দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণণা ও ফলাফল প্রকাশ করা হবে। বিশবিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম। এর আগে গত ১লা মে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চূড়ান্ত বিচার না হওয়ার কারণ দেখিয়ে পেছানো হয় নির্বাচনের দিন। সর্বশেষ গত ৩ আগস্ট বিচার সম্পন্ন করার পর আজ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। অধ্যাপক ড এ কে এম রাশিদুুল আলম জানান, জাকসু নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশিত হবে আগামী ১৭ আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও আচরণবিধি মতামত গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান জানান, আগামী ১৮ ও ১৯ আগস্টের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে হবে। ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। ২৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট ও ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিন থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। তিনি আরও জানান, হামলার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের জাকসুর ভোটার হওয়ার সুযোগ নেই।আমাদের প্রকাশিত ভোটার তালিকায় হামলায় জড়িতদের নাম থাকবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত