
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, মন্ত্রণালয়ের সব কার্যক্রম দৃশ্যমান ও সবার জন্য সহজবোধ্য হতে হবে। এর মধ্যে স্বচ্ছতা ও জনগণের সহজ প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে ‘মাসিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনার নানা দিক এবং ভূমি অফিসের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, ভূমি সংস্কার বোর্ডের ‘ময়মনসিংহ বিভাগ পাইলটিং হিসেবে সারাদেশে খননযোগ্য সরকারি ইজারাযোগ্য জলমহল সংস্কার ও খনন’ প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য পত্র পাঠানো হয়েছে। এছাড়া, দেশের অমূল্য রাষ্ট্রীয় রত্ন দরিয়া-ই-নূর নিয়েও আলোচনা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১ হাজার ১১৫ জন নিয়োগের মৌখিক পরীক্ষা ১৩ আগস্ট শেষ হবে। রাজউক পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে ১৬টিতে এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬১টি দাগের তসদিককৃত খতিয়ান খোলা হয়েছে এবং ২৭ হাজার ৫৮৭টি মৌজায় পিলার ও মান নির্ণয় সম্পন্ন হয়েছে। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১০০ জন প্রশিক্ষণার্থী ১৪ আগস্ট কোর্স শেষ করবেন, এরপর নতুন কোর্স শুরু হবে।