
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৪-২৫ সেশনের এমফিল ও পিএইচডি গবেষকদের সঙ্গে সুপারভাইজারদের মতবিনিময় এবং গবেষণার শিরোনাম চূড়ান্ত করার জন্য সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) গত শনিবার অনুষ্ঠানের আয়োজন করে। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গবেষক এবং সুপারভাইজারদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি গবেষকদেরকে নানাবিধ পরামর্শ ও উৎসাহ প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ২০২৪-২০২৫এ সেশনের সব গবেষক, সুপারভাইজার এবং কো-সুপারভাইজার উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি