ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ

বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত রোববার দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. মামুনুর রশীদ। এর আগে তিনি বিটিসিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (র. ও চা.) হিসেবে দায়িত্ব পালন করেন। মো. মামুনুর রশীদ ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড হতে ১৯৮২ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৫ সালে ওয়াসেদা ইউনিভার্সিটি, জাপান হতে টেলিকমিউনিকেশন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রকৌশলী মামুনুর ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। প্রকৌশলী মামুন ১৩০০ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেলিকম ক্যাডারে সহকারি বিভাগীয় প্রকৌশলী পদে ১৯৯৪ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চাকরিতে যোগদান করেন। চাকরিকালে তিনি ২০০২ সালে উপবিভাগীয় প্রকৌশলী, ২০১০ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০১৯ সালে পরিচালক এবং ২০২৪ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান। তিনি বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড ইত্যাদি দেশে প্রশিক্ষণ, সভা, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত