
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমাজের ব্যানারে জুলাইয়ের বর্ষপূর্তিতে আয়োজিত হলো ভিন্নধর্মী এক অনুষ্ঠান। ‘লাল জুলাই : কথা ক আওয়াজ উডা’ শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠানটি আরম্ভ হয়। চিন্তার চর্চা, বিভিন্নতার সহাবস্থান ও সাংস্কৃতিক মুক্তির উন্মুক্ত সংলাপ এবং গণ-পরিবেশনাকে প্রতিপাদ্য করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তৃতা, আবৃত্তি, নাটক, সংগীত ও নৃত্য পরিবেশনা করেন। অবিস্মরণীয় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতির এমন আয়োজনে মুগ্ধ ঢাবি শিক্ষার্থীরা। সামনের দিনগুলোতে এমন বহু বর্ণিল ব্যতিক্রম আয়োজন তারা আরও দেখতে চান।