
কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দ হওয়া প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গত বুধবার সকালে কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় বক্তব্য রাখেন- রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান। ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে- ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি