ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শরীফের চাকরি ফেরতে রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন

শরীফের চাকরি ফেরতে রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনটি চলতি সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে। গতকাল শনিবার শরীফের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বিষয়টি জানিয়েছেন। এদিকে শরীফ উদ্দিনকে চাকরি ফেরতের নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটি প্রকাশ করা হয়েছে। শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে গত ৯ জুলাই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর ওই বছরের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত