ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নুরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

নুরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং অন্য নেতাদের ওপর হামলার প্রতিবাদে দলটির রংপুর জেলা শাখা এবং এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে। গত শনিবার বিকালে প্রেসক্লাব থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। মিছিলের পরে দলের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ এবং জেলা গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল রতনসহ অন্য নেতারা এক সমাবেশে বক্তব্য রাখেন। হানিফ খান সজীব বলেন, ভিপি নুর দেশের সাহসের প্রতীক। তিনি আরও বলেন, ‘আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

বক্তারা রাজধানীতে নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না বলেও উল্লেখ করেন। তারা বলেন, এ হামলা শুধু নুরের ওপর নয়, বরং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, তার চেতনাতেও হামলা। বক্তারা ভয়াবহ এই হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত