
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক বুলবুল হোসেন প্রকাশকে (৪৪) চট্টগ্রাম নগরের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে ১৬টি মামলা রয়েছে। গতকাল সোমবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় নগরের হালিশহরের রমনা উচ্চ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে হামলার মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তিনি ছিলেন ১৫২তম আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে পটিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে অন্তত ১৬টি মামলা রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম শহরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনের পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে অংশ নেন আগ্রাবাদের শিক্ষার্থী রাইয়ানসহ অসংখ্য আন্দোলনকারী।