ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ক কর্মশালা

সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ক কর্মশালা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ক বিশ্ববিদ্যালয় পার্যায়ের কারিকুলাম হালনাগাদ সংক্রান্ত কর্মশালা শেষ হয়েছে। গতকাল সোমবার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ব্রাক সিডিএমণ্ডএ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহযোগী অধ্যাপক সরকার বারবাক কারমাল এবং ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত