ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় মো রাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নিহত রাকিব লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা মান্নান মিয়ার ছেলে। বর্তমানে ফার্মগেট এলাকায় থাকতেন।

নিহতের বোন মারিয়া আক্তার জানান, ভোরের দিকে বাইসাইকেল চালিয়ে আমার ভাই কাজে যাচ্ছিল। এ সময় বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা জানান, এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত