
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আইন উপদেষ্টাকে জড়িয়ে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়, বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধমক দিচ্ছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের পর্যালোচনায় দেখা যায়, আমীর খসরু যাকে ধমকাচ্ছেন তিনি আসিফ নজরুল নন, তিনি বিএনপির আকন কুদ্দুস। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, ক্যামেরার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে চেয়ারে বসা আমীর খসরু রাগান্বিত হয়ে ধমকাচ্ছেন। ভিডিওতে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির মুখ দেখা যায় না। এটি একটি হলরুমে ধারণ করা ভিডিও, যেখানে এই দুজন ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন। হল রুমের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয়, সেখানে কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে অনেকে জমায়েত হয়েছেন।’ ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে ‘নিউজ বরিশাল’-এর একটি ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশনে লেখা ছিল— ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী কেন মেজাজ হারালেন আকন কুদ্দুসের উপর’।