ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বেচ্ছাসেবী সংগঠন রেড হার্ট ক্লাবের সভা

স্বেচ্ছাসেবী সংগঠন রেড হার্ট ক্লাবের সভা

ঢাকাস্থ বিএএফ শাহীন কলেজের শাহীন অডিটোরিয়ামে গত বৃহস্পতিবার সকালে ছাত্র-শিক্ষকদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রেড হার্ট ক্লাব আয়োজিত একটি থ্যালাসেমিয়া সচেতনতা মূলক কার্যক্রমে বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন অংশ গ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি কামরুন নাহার মুকুল। সভায় থ্যালাসেমিয়া সচেতনতা মূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা শিশু হাসপাতালের শিশু হেমাটোলজী ও অনকোলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বেলায়েত হোসেন। সভাটি রেড হার্ট ক্লবের সভাপতি আপন দুলাল শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধে বক্তা জানান, বাংলাদেশে আশংকাজনক হারে থ্যালাসেমিয়া রোগী বাড়ছে। প্রতি বছর প্রায় ৮,০০০ শিশু জন্ম গ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে। বর্তমান বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাহক আছে প্রায় ২ কোটি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত