
নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে রংপুরে প্যানেল আলোচনা হয়েছে। ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ডপসের আয়োজনে গতকাল রোববার বিকালে রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন। অনুষ্ঠানে পরিবেশ-প্রকৃতি, ন্যায্য জ্বালানি ও নির্মল বায়ু নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন, রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আলিফা তানজিম এবং প্যানেল আলোচনা পরিচালনা করেন শিক্ষক রওশান জামিল। বক্তব্য রাখেন, রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবতী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল হারুন।
বক্তারা বলেন, বায়ু দূষণ আমাদের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি। এটি জলবায়ু পরিবর্তনকে আরও বাড়িয়ে তোলে এবং অর্থনৈতিক ক্ষতি সাধন করে। তাই বায়ুমন্ডলকে রক্ষা করা এবং সবার জন্য স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। তাই সক্রিয়ভাবে বায়ু দূষণ মোকাবিলা করে রুপান্তরমূলক পরিবর্তন অর্জনসহ সবার জন্য স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করতে হবে। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়াডর্ক বাংলাদেশের সহযোগিতায় ও এ্যাকশন এইডের অর্থায়নে অনুষ্ঠানে রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্যানেল আলোচনায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষক ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।