ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল ও রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল উদ্বোধন করল বিমান বাহিনী

রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল ও রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল উদ্বোধন করল বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গতকাল রোববার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ এবং ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাপোর্ট সেল এবং পোর্টাল’ এর উদ্বোধন করেন। বিমান সচিব শাখা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী সব কার্যক্রম সম্পন্ন করে থাকে। ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ অবসরোত্তর কর্মকর্তাদের সেবাসমূহ নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে যা অবসর পরবর্তী বিভিন্ন সেবা অধিকতর সহজ এবং দ্রুততর সময়ের মধ্যেই প্রদান করবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত