ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাত দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

সাত দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার বিভাগীয় তদন্তসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে সেখান থেকে প্রশাসনিক ভবন হয়ে গোলচত্বরে গিয়ে শেষ হয়। ছাত্রশিবিরের দেওয়া অন্য দাবি হলো, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেওয়া, সব শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। মিছিলে সংগঠনটির নেতা-কর্মীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক ইসহাক ভূঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত