
সিলেটে পরিবেশ সংরক্ষণ আইন উপেক্ষা করে টিলা কাটলেই আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি জেলায় টিলা কাটার প্রবণতা দেখা দেওয়ায় জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে এই আদেশ জারি করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় টিলা কাটা ঠেকাতে সরকারি এই আদেশ জারি করা হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, টিলা কাটার চেষ্টা চালালেই ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের জারি করা আদেশে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (খ) ধারা অনুযায়ী অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার ‘সিলেটে পাথরের পর টিলাও সাবাড়’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই স্থানীয় প্রশাসন টিলা কর্তনকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গত সোমবার ও রোববার সিলেট সদর উপজেলা ও মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিলা কর্তনকারী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি টিলা কাটায় একজনকে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।