
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নৌপরিবহন মন্ত্রনালয়ের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র অভ্যন্তরীণ নৌ-পথে প্রয়োজনীয় উন্নয়ন, সংরক্ষণ ও নিয়ন্ত্রণমূলক কাজ করে যাচ্ছে। অফিসার্স অ্যাসোসিয়েশন সংস্থার কর্মকর্তাদের কল্যাণে প্রতিবছরই সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনডোর গেম, বনভোজন, নবীনবরণ, অবসরপ্রাপ্তদের বিদায়, সন্তানদের মধ্যে পুরষ্কার বিতরণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ়, সুন্দর, ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সহায়তা করে আসছে। এ বছরও প্রতিবছরের ন্যায় আমাদের সংগঠন ‘বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি-স্বরুপ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছর প্রায় ৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। যারা ২০২২, ২০২৩ ও ২০২৪ সনের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়েছে, তাদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষার বিকল্প এবং সমকক্ষ কিছু নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আজকের ছেলে মেয়েরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। মনে রাখতে হবে কচি ছেলেমেয়েরা একটি সাফল্যের স্বীকৃতি পেলে আরেকটি সাফল্য অর্জনে মরিয়া হয়ে চেষ্টা করে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি