
বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পল্লী বিদ্যুৎ রান করার জন্য বিকল্প ব্যবস্থা আছে। হাজার লোক আসছে কাজ করতে। আমরা পুরোনোদের নিয়ে কাজ করতে চাই। কেউ নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি আছে যৌক্তিক। সামনে নির্বাচন সবাই নির্বাচন আছে সবাই নির্বাচন চায় তা না, যারা চায় না তারাও এই আন্দোলনে থাকতে পারেন। এমন তথ্য গোয়েন্দা সংস্থারা দিয়েছে। আমরা তা মনে করতে চাই না। হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা কাজের বাইরে আছেন, যদি ফিরে না আসেন তাহলে ধরে নেবো এতে কারো ইন্ধন আছে। উপদেষ্টা বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী তথাকথিত গণছুটিতে গেছে। আন্দোলন শুরু করলে কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কিছুদের বিরুদ্ধে মামলাও করা হয়। এরপরে মে মাসে আন্দোলনে নামে। আমরা দুইটা কমিটি করে দেই। কমিটি বলছে ৩০২৯ বদলি করা হয়। এদের মধ্যে কিছু রুটিন বদলি করা হয়। সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনা করার কথা বলা হয়। এরপর ৩০২৯ জনের মধ্য থেকে ৮০৩ জন আগে স্থানে বহাল রাখার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, তাদের আরেকটা দাবি ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।