
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক প্রণয়নে মাঠপর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গে তৃতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মুঃ সোহরাব আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এই উদ্যোগকে সফল করতে ব্যক্তিগত সচেতনতা অপরিহার্য। পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এক্ষেত্রে প্রত্যেক নাগরিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, মানুষের সেবা দিতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয়, সে দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও টেকসই ও নিরাপদ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। নিয়ম মানার প্রবণতা কম থাকায় পরিবেশ দূষণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবেশ বেশি দূষিত হচ্ছে। এজন্য শিল্পাঞ্চলে দূষণরোধে নজরদারী বাড়াতে হবে। ইটভাটার ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এর কালো ধোঁয়া আবাদি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস করছে এবং বায়ু ও পানি দূষিত করছে। এজন্য পরিবেশ রক্ষায় রংপুর জেলাপ্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।