
সুন্দরবনের অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকেও উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যেরভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে আভিযানিক দল ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি