ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছেন’

‘প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছেন’

বর্তমান অন্তবর্তীকলীন সরকার প্রাইমারি স্কুলে নতুনভাবে শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছেন। কারণ শারীরিক শিক্ষা বলতে শরীরচর্চা বুঝানো হয়নি বরং নাচ শেখানোর কথা বলা হয়েছে। অথচ আমাদের দেশের অভিভাবকরা কোমলমতি শিশু কিশোরদের নাচণ্ডগান শেখানোর জন্য প্রাইমারি স্কুলে পাঠায় না।

পক্ষান্তরে দেশের মানুষ বছরের পর বছর ধরে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা দানের জন্য আলেম বা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছে, অথচ অন্তবর্তীকলীন সরকার একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবির প্রতি সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করেছেন।

গত ১৩ সেপ্টেম্বর ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি শহীদ মাওলানা আমীনুল হক নোমানী স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় আমীর ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী এ অভিমত ব্যক্ত করেন। ভোলা জেলা ইসলামী ঐক্য আন্দোলনের আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর ও দৈনিক আজকের ভোলা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

কেন্দ্রীয় নেতা মাওলানা ইসমাইল ফারুক, অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ আনসারী, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাকসুদুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী সদর উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দিন, ভোলা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়ত হোসেন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি মো. তাছদিক, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক নেতা ও সাবেক চেয়ারম্যান আবু নোমান মো. ছফিউল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার প্রচার সম্পাদক মো. তানজিল, ঈমাম সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ বনি আমিন ডা. মাওলানা সাইফুল্লাহ খান, মাওলানা মনির আহমদ খান, ক্বারী মাহেদুল ইসলাম তালুকদার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাকসুদ উল্লাহ আমিনী। দোয়া মুনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ।

মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, ‘সরকারের এই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের দেশ, সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ, জাতীয়তা ও ধর্মীয় চেতনার বিরুদ্ধে গড়ে তোলার এক সুগভীর চক্রান্ত।’ ওইদিন সকালে কেন্দ্রীয় আমীর এবং তার সফরসঙ্গী, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা নেতৃবৃন্দসহ শহীদ মওলানা নোমানী প্রতিষ্ঠিত মসজিদ, ইবতেদায়ী মাদরাসা ও নূরানী মাদরসা পরিদর্শন এবং শহীদের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত