ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উদযাপিত

বিএমইউতে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উদযাপিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় নিযুক্ত অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয় হিসেবে শুধু নিজ প্রতিষ্ঠান নয় বরং দেশের জেলা-উপজেলা পর্যায়ে সব হাসপাতাল, ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে কীভাবে রোগীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে উদহারণ তৈরি করতে হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএমইউ)। দেশের রোগীদের নিরাপদ স্বাস্থ্যসেবায় পথপ্রদর্শক হতে হবে বিএমইউকে। বিএমইউর কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। রোগীর নিরাপত্তা, নিরাপদ স্বাস্থ্যসেবা বা চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেশকিছু বিষয় গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরাপদ চিকিৎসক ও নার্স তৈরি, আন্তর্জাতিক মান মেনে প্রমাণভিত্তিক চিকিৎসা নিশ্চিত করা, রোগ প্রতিরোধের দিকে গুরুত্ব দেওয়া, যে সব রোগ প্রতিরোধযোগ্য তা প্রতিরোধের মাধ্যমে রোগীতে পরিণত হওয়া থেকে মানুষকে রক্ষা করা, গাইডলাইন তৈরি ও তা অনুসরণ করা, এসওপি মেনে চলা, মানুষ অনেক জানা বিষয় কেন চর্চা করেন না, তার কারণ খুঁজে বের করা, সংক্রমণ প্রতিরোধ করা ইত্যাদি বিষয়ের প্রতি নজর দিতে হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত