ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইউএস অ্যাম্বাসি ঢাকার অ্যাডুকেশন উইং এর উদ্যোগে গতকাল বেলা ১১:০০টায় ‘স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস শীর্ষক’ এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের জীবন গড়তে প্রথম দরকার স্বপ্ন দেখা, পরিকল্পনা করা। স্বপ্ন দেখার সঙ্গে তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাতে হবে।

শুধু দেশেই নয়, এখন বিদেশে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ রয়েছে। তিনি আশা করেন ইউএস অ্যাম্বেসির শিক্ষা উইং খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা বিষয়ে যে সেমিনার আয়োজন করেছে তা কার্যকর হবে। কেকেবিএইউতে এই সময়োপযোগী সেমিনার আয়োজন করায় তিনি আয়োজকদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাগত ও জীবনযাত্রা বিবেচনায় যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা বিষয়ে সম্যক ধারণা দেন অ্যাডুকেশন ইউএসএর অ্যাডভাইজার আহম্মেদ মোস্তফা রাব্বি ও শাইনান রহমান। তারা বলেন উচ্চ শিক্ষার বিভিন্ন দিকের সুযোগ সম্পর্কে এ সেমিনার আয়োজন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র সম্পর্কে সঠিক, ব্যাপক, বস্তুনিষ্ঠ এবং হালনাগাদ তথ্য জানতে পারে। উচ্চপ্রতিষ্ঠান হিসেবে এ বিশ্ববিদ্যালয়টি এরমধ্যে সুপরিচিতি লাভ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশও শান্তিপূর্ণ বলে তারা প্রশংসা করেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই, ববিএ, ইংরেজি ও আইএসএলএম বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত