
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, প্রতিবাদী কণ্ঠস্বর ও অদলীয় রাজনৈতিক চিন্তার তারুণ্যের প্রতীক শহিদ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুব বাঙালি। গতকাল শুক্রবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছড়িয়ে পড়া শোক ও ঐক্যের মধ্যে একটি সুযোগ সন্ধানী মহল নৈরাজ্য সৃষ্টি করে চলেছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্রের শামিল। এ বিষয়ে সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে সতর্ক ও সংযত থাকতে হবে।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয়ভাবে যে ঐক্য গড়ে উঠেছিল তাকে কাঠামোগত রূপ দিতে ব্যর্থ হওয়ায় দেশের রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষ রাজনৈতিক নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। এই পরিস্থিতিতে একটি সুযোগ সন্ধানী মহল আগে থেকেই অভ্যুত্থানকারী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আধিপত্যবাদবিরোধী শহিদ ওসমান হাদির ওপর হামলা রাজনৈতিক সামাজিক নিরাপত্তাহীনতা ও জাতীয় ঐক্যে ফাটলের ইঙ্গিত বহন করে বলে দাবি করে যুব বাঙালি।
সংগঠনটি বলছে, তার মৃত্যুতে যখন জাতি পুনরায় ঐক্যের সুযোগ পেয়েছে তখন সেই সুযোগ সন্ধানী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করতে সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক সংগঠনে অগ্নিসংযোগ এবং সাংবাদিক ও সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে।
জাতীয় এই শোক তখনই শক্তিতে রূপান্তর হবে যখন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব, রাজনৈতিক দল, সামাজিক শক্তিগুলোর সমন্বয়ে একটি জাতীয় ঐক্যের কাঠামো প্রতিষ্ঠা করা যাবে বলেও মনে করেন সংগঠনটির নেতারা।