ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাংক এশিয়া ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংক এশিয়া ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন নিশ্চিতের লক্ষ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার হলো। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ হোলসেল ব্যাংকিং অফিসার জনাব নূরুল্লাহ চৌধুরী এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব নাইমুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ব্যাংক এশিয়ার বিস্তৃত কালেকশন নেটওয়ার্ক ব্যবহার করে তাদের দেশব্যাপী কার্যক্রমে আর্থিক দক্ষতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবা প্রদান আরও কার্যকর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পারস্পারিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির প্রতি উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত