প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৩ ডিসেম্বর, ২০২৫
আলোকিত ডেস্ক : বাংলাদেশে টেকসই উদ্ভিদ স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন জোরদারে অগ্রগতি পর্যালোচনা, অর্জনসমূহ ভাগাভাগি এবং সহযোগিতা সুদৃঢ করার লক্ষ্যে আজ ঢাকার শেরাটন হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হলো CABI PlantwisePlus (PW+) জাতীয় স্টেকহোল্ডারস সভা ২০২৫। সভায় সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, গবেষক, উন্নয়ন সহযোগী ও কৃষি খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন। CABI PlantwisePlus কর্মসূচির আওতায় আয়োজিত এই সভাটি জাতীয় পর্যায়ে অগ্রগতি মূল্যায়ন, অগ্রাধিকারসমূহ সমন্বয় এবং কৃষকদের জন্য সময়োপযোগী, প্রাসঙ্গিক ও টেকসই উদ্ভিদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অংশীদারিত্ব জোরদারের একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। কর্মসূচিটি জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) প্রসার, পরামর্শ সেবা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষিকে সহায়তা করে।
সভাটির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশে ঈঅইও-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদ। তিনি উদ্ভিদ স্বাস্থ্য সংক্রান্ত উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে ঈঅইও-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. বিনোদ পণ্ডিত এবং চষধহঃরিংবচষঁং গ্লোবাল টিম লিডার ড. মালভিকা চৌধুরী ঈঅইও-এর আঞ্চলিক ও বৈশ্বিক কার্যক্রমের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি