ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া

বিআইডব্লিউটিসির শোক প্রকাশ

বিআইডব্লিউটিসির শোক প্রকাশ

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির প্রবক্তা, দেশনেত্রী মহীয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আফসোস প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসি পরিবার আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও স্বান্তনা জ্ঞাপন করেছে।

বিআইডব্লিউটিসি স্মরণ করে থমকে যাওয়া বাংলাদেশে শান্তি সংহতি আনয়নে আপসহীন কর্ম পরিক্রমা বাস্তবায়ন করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করেছেন।

তার বিছিয়ে দেয়া স্নেহের আঁচল কচি কচি শিশু মুখে হাসি ফুটিয়েছে, নারী জাগরণে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, কর্ম ও প্রযুক্তিতে সম্পৃক্ত করে এবং দেশের সার্বিক উন্নয়নে বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত