ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আওয়ামী লীগ-যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ২৪

আওয়ামী লীগ-যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ২৪

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে আরএমপি পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃতরা হলেন, নজরুল ইসলাম জুলু (৫২), মো. সোহান (২২), মো. মিজানুর রহমান (২৫) ও মো. রবিন (২৭)। আওয়ামী লীগের সক্রিয় কর্মী সোহান মহানগরীর কর্ণহার থানার সায়েরপুকুর এলাকার মিজানুর রহমানের ছেলে, আওয়ামী লীগ সমর্থক মিজানুর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার এরফান আলীর ছেলে ও যুবলীগ কর্মী রবিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাচানীমাঠ এলাকার মোবারকের ছেলে। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জন রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত