ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ডিন হিসেবে নিযুক্ত হলেন ড. তোফাজ্জল ইসলাম

ডিন হিসেবে নিযুক্ত হলেন ড. তোফাজ্জল ইসলাম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এ পদে নিযুক্তির মাধ্যমে ড. তোফাজ্জল বর্তমান ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন মিঞার স্থলাভিষিক্ত হলেন। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

গতকাল বুধবার থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেন। ড. তোফাজ্জল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড বায়োসায়েন্সে সর্বোচ্চ ডিস্টিংসনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গাকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে প্রফেসর তোফাজ্জল ইসলামের নিয়োগ উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং গবেষণায় আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত